পলাশ কুমার পাল-র তিনটি কবিতা
হাসপাতাল
একটা মানুষ মরে গেল,
একটা মানুষ জন্মাল,
আর একটা মানুষ দেখে স্যালাইন
টিপ টিপ টিক টিক...
ঘড়িটা দেয়ালে
জানেনা কতপাক ঘুরেছে তার কাঁটা-
দিনগুলো
গাছটাতে পাখিটা
পেয়ালাতে ঠোঁটেরা
আসা-যাওয়া, চুমুক ফুরায় একদিন-
পাখিটা চাকায় পিষে গেলেও
গাছ জানেনা সে খবর,
মানুষটা মরে গেলেও
পেয়ালা জানে না সে খবর
এইভাবে দিন বুড়ো হয়...
বেকার ভাগ
কর্মক্ষেত্রটা ওল্টাই
হাতটাও ওল্টাই
ওলোট-পালোট গরম ওমলেটে শুয়ে
একটা মৃতহাঁস দেখে
এভারেস্টপূর্ণ বোতলের গায়ে জলবিন্দু
গড়গড়
গড়গড় মানচিত্রেরা গড়ায়...
This comment has been removed by the author.
ReplyDeleteদারুণ
ReplyDelete