কবিতা
: চয়ন
দাশ
সেগুন কাঠের অন্ধকার
যোনিগন্ধী মশারির ভেতর
কারা পাশাপাশাপাশি বাঁশফুল আর
টর্চলাইট রেখে গেছে
বালিশের কাছে ঘুমিয়ে রয়েছে
দুরপাল্লার বাস
টমটম
টোটেম
কপালের উপর একখানা চেরি
ম্যাজিক রিলাইটনিং ক্যান্ডেল
তেপায়া টেবিলের উপর
টেবিল(ফ্যান) ল্যান্ড
নির্জন রেল কলোনির দিকে
মুখ করে
তার পায়ের আঙুলগুলো নাচে
নাচে
অসমাপ্ত দরজার পাল্লা
অমীমাংসিত লাল সাইকেল
অনির্দিষ্ট ঘর
সুগন্ধী চিরুনি
স্তন। ফুটে আছে
আস্তে করে সরিয়ে নাও
অমূলক ফুল
ছাঁট কাগজের টোকেন
No comments:
Post a Comment