।। বাক্‌ ১২৩ ।। রেজাউল কারীম ।।







একটি কবিতা : রেজাউল কারীম




ট্যাক্সিতে বাড়ি ফেরে ভূত   

অদ্ভত বলা শেষ হলে কিছু ভূত
আকাশের চৌরাস্তা থেকে নেমে
গল্পের রাইফেল কাঁধে নিয়ে
মানুষের সঙ্গে দৌড়াতে দৌড়াতে
সাদা কুড়াতে যায় ব্যাকুল কাশবনে

সাদা কুড়াতে কুড়াতে মানুষ হয়ে যায়
ভূতগুলো
ক্রমান্বয়ে নীচে নেমে এসে ভূত হয়ে যায়
মানুষগুলো

তারপর মানুষের যাত্রাপথে নামে অজস্র শিলাবৃষ্টি
রক্তে ভিজে যায় সংসার রঙের মানুষগুলো

অক্ষত ভূতগুলো আকাশের চৌরাস্তায়
সম্মিলিত চোখ রেখে বাড়ি বাড়ি ফেরে
ভাড়া করা ট্যাক্সিতে



No comments:

Post a Comment