।। বাক্‌ ১২৩ ।। অভিষেক ঘোষ ।।





অভিষেক ঘোষের দুটি কবিতা 


হাঁসফাস করার আছে


অভাগার রূপ বাড়লে, তাকে দেখতে ইচ্ছে করে
অক্ষরের ভিতর কোনদিন চুপ বারে নি আমার
অন্যের কবিতা পড়তে পড়তে সবটুকু হারিয়ে
গেলে,
নিম্ন মধ্যবিত্ত আলোকে বোঝাই,
দ্যখো একেই বলে
গ্রামার।
যার বাক্য তাড়না বলতে তাড়া খাওয়া রোদ
যার অনু প্রতারণা বলতে পারেনি কোন মন,
তাকে তো তুমি বসিয়ে রাখবে খোলা দরজার
শিয়রে,
ঠিক হুবহু যাকে তার বন্ধ লেগেছিল 
কতদিন...কতক্ষণ......
তারপর সবই খুলছে দেখে, সে এলো আমার কাছে
বলতেই পারতাম, তোমার আরও পরিশ্রমের
প্রয়োজন,
তবু দেখতে পাই বলেই আর বলিনি সে কথা,
তুমি যে আমায় বুঝবে না কোনদিন,
তাই
আমিই তোমার মন।




জল পড়লেও, পাতা নড়বে না
                                                     
রাবার গাছের নীচ থেকে খাতা সরে আসে,
যেভাবে পাতা সরে আসে আমার কাছে আজ
ওসব যখন আসার জোড়ে আসে,
খুব ভোরে আসে
পড়ে আসে,
তোমার মজ্জাকোমলিত, অল্পসমাজ। 
যার পার আছে শুধু, নদী নেই বুকে, একটিও 
পড়ন্ত আলোয় যার ফেরা আছে ঘরে
অস্পষ্ট রাখাই
যেখানে
স্পষ্ট কাজ।
তোমায়
দেখতে পেয়েই যখন দুই কর্ণমালা বন্ধ করে রাখি
যে সাঁকো কাঁপিয়ে পেরিয়ে যাওয়ার ভুল করেনি
তার অন্তরে নিহত কিছু অর্থ থাকলেও,
আর,
শব্দ নেই আজ।   







No comments:

Post a Comment