তৈমুর খানের দুটি কবিতা
মেঘ সরিল না
সূর্য উঠিল না
দুঃখের খামারে পড়িয়া রহিলাম।
রাজকন্যা আসিল না
জাদুকর ভেড়া বানাইয়া রাখিল
।
সিংহাসন লইব না, শুধু রাজকন্যাকে দেখিব
বিবাহ করিব না, শুধু স্পর্শ করিব
আদেশ করিব না, শুধু সেবা করিব
ভোগ করিব না, শুধু ত্যাগ করিব
কিন্তু তাহা কিছুই হইল না
ভেড়া হইয়া জীবন কাটাইলাম ।
কথা বলিতে গিয়া ভাষা পাল্টাইল
মাথা উঁচু করিতে গিয়া মাথা
নিচু হইল
দু পায়ে হাঁটতে গিয়া চাবুক
খাইলাম
ইজ্জৎ ঢাকিতে গিয়া হাস্যাস্পদ
হইলাম
গায়ে লোম গজাইল
পায়ে খুর হইল
ছোট্ট একটি লেজ নাড়িয়া নাড়িয়া
মাছি তাড়াইলাম।
সিঁড়ি দিয়া নামিতে নামিতে
জীবন মিথ্যা হইয়া গেল
মিথ্যা জীবন লইয়া কোথা যাই ?
সম্রাট হইলাম না
যোদ্ধা হইলাম না
কিংবদন্তির অভিনেতা অথবা রাজনীতিবিদও
হইলাম না
দুঃখের জল ঘেঁটে ঘেঁটে শব্দের
পাথর কুড়াইলাম
পাথরে চাঁদের ছবিও ফুটিল না
সূর্যের রশ্মিও জাগিল না
অন্ধ হইয়া মাটিতে দাঁড়াইলাম
মাটি ফাঁক হইয়া আমাকে আশ্রয়ও
দিল না
শুধু বিক্ষুব্ধ জনতার ঢেউ আসিতে
লাগিল
পাহাড় চূর্ণ হইয়া নদী বহিতে
লাগিল
সভ্যতা হাসিল
আমিই শুধু তরঙ্গবিক্ষোভে হারাইয়া
যাওয়া
কপালকুণ্ডলাকে খুঁজিতে লাগিলাম
।
ভালো লাগিল
ReplyDelete(তার থেকেও ইকটু বেশি ভালো লাগিলো তৈমুর এত ভালো বাংলা যালে দেখে)
Sorry জানে হবে
Deleteখুব ভাল লাগল
ReplyDelete