বাক্‌ ১২৩ ।। সেলিম মণ্ডল


সেলিম মণ্ডলের দুটি কবিতা 



নুনগল্প

একটা বিচ্ছিন্ন সংযোগ ধেয়ে আসছে উচ্ছেক্ষেত দিয়ে
এখানে তুমি চোখকাটা চাষি
যে কাঁটাতার পেরিয়ে, কাটা তারে জড়িয়ে দেবে গলা
আত্মহত্যা না সমর্পণ কিছুই বোঝা যাবে না
শুধু, সাধনার ভিতর সন্ধ্যাগুলো শোনাবে নুনগল্প

বসন্তগুটি

যতবার ধোপ দিই কেঁদে ওঠে মা

সাবানের প্রতিটি ফেনায় ফুটে থাকে তারই স্পষ্ট প্রতিচ্ছবি

সন্তান শিশু হবে কিনা, সন্তান আজ হয়েছে মা
এ ব্যথা রোদের গায়ে 
এ ব্যথা ছাদের তারে

বুঝে নিয়েছে—
ঝিমিয়ে যাওয়া সন্ধ্যার গায়ে বসন্তগুটি

1 comment:

  1. দুটি কবিতাই অনবদ্য
    সেলিমকে যত পড়ছি ততই মুগ্ধ হচ্ছি

    ReplyDelete