শানু
চৌধুরীর কবিতা
রামপ্রসাদ ও এক সন্তান
১
হিসেব লিখছি আর গান হয়ে যাচ্ছে রামপ্রসাদ
এখন ফুরিয়ে যায়। সম্যক পাদপদ্মের করতল।
যে বক্রোক্তি আর যমকে রয়েছে আমার পাথর
তার আয়ুকাল খুঁজে দাও
দেহস্থ ষষ্ঠচক্রে বেড়া দেবে স্নায়ুর কল্পনা
জননীর সাড়াহীন সংশয়ে বেড়ে উঠছে
উদ্ধত সন্তান…
২
নিজের হত্যা থেকে নিজেকে দেখলে
আমার যাবতীয় চিৎকার
আমাকে লালন শোনায়
চন্ডীদাস থেকে ছিঁড়ে নিই জিভ
যেভাবে কম্পাস ঘুরিয়ে নেয়
ভৌগলিক পৌষের সবুজ
নিজেকে ফিরিয়ে নিই
নিজেকে চুরিয়ে নিই
পৃথক করি মেসোলিথিক
বৈকুন্ঠ থেকে
স্তুপফাটা মেঘ
অসময়ের কৃষিতে নির্বাক জল দেয়
যখন মা বলে মনে হয়
রামপ্রসাদের কান্নাগুলো
যখন মা বলে মনে হয় রামপ্রসাদের কান্না গুলো
ReplyDeleteআহা!
দারুণ লেখা। এ লেখার কাছে নতজানু
ReplyDelete