।। বাক্‌ ১২৩ ।। বিভাস রায়চৌধুরী ।।




বিভাস রায়চৌধুরীর কবিতা 


এক পশলার পর

এসব উপত্যকায় হয়
এক পশলার পর
জল এক আলতো ব্যবহার
রেখে গেছে গাছে গাছে

না কোরো না
না কোরো না
না কোরো না

যেকোনো অনুপস্থিতি থেকে
ছিটকে বেরিয়ে পড়ার এটাই সময়

জোর দিয়ে বলো
তুমি নিশ্চিত নও এটাই পৃথিবী


No comments:

Post a Comment