।। বাক্‌ ১২৩ ।। অমিতাভ মৈত্র ।।








অমিতাভ মৈত্র -র দুটি কবিতা


লাল নৌকা

দাঁতগুলোর মধ্যেই একটা ঠান্ডা ঢিলে চুরুট লুকিয়ে আছে কোথাও  
                                   ওকে চিহ্নিত করা দরকার

হাত নেই বলেই আলোর এই হালকা আভা
                     জানলা দিয়ে আসতে পারল আজ

একে বর্ণনা করতে হলে আবার ব্যক্তি হয়ে উঠতে হয় আমাকে
                           যা রীতিমতো বিরক্তিকর

কোনোদিনই এই নৌকা লাল হতে পারেনা
       শোনো, ওল্ড টেস্টামেন্ট আমি এমনি পড়িনি



আমার জুতো :  রাত একটা

জুতোর দিকে একদৃষ্টে তাকিয়ে বলেছিলাম
              যাও, চাকায় হাওয়া ভরে নাও

আমার দিকে একদৃষ্টে তাকিয়ে
                     একটা চকলেট বাড়িয়ে দিল সে

বলল ঃ তোমার লাঠিটা অদ্ভুত
              একটু ছুঁয়ে দেখতে দেবে আমাকে



No comments:

Post a Comment