।। বাক্‌ ১২৩ ।। মণিদীপা সেন ।।








মণিদীপা সেন-র একটি কবিতা


বসন্তের কাল ঘনিয়ে এসেছে। রগরগে হয়ে যাচ্ছে সূর্যের থুতু। লাল ফুলের বাঁধা ছকে, সম্পর্ক, তুমি আয়ুষ্মতী হও।
মধ্য একুশে সবার শাদা সার্ট নষ্ট হওয়া বাধ্যতামূলক! আমি কিনিইনি, শিখিনি কিছু শুধু একুশদিনের দিন পালিয়ে এসেছিলাম- ও চোখের সামনে আর একদিনও থাকা যায়না তার চেয়ে বছরের শেষে বিক্ষত রক্ত শুকিয়ে গুঁড়ো করে উড়িয়ে দেওয়া -নিরাপদ।
তুমি বলো, ধাতু কঠিন। আমি জানি, ক্ষরণ হয়। শুকিয়ে,
ফুলে ফুলে উঠে
কামড়ে ধরে
ছুঁয়ে দ্যাখো
ঝুড়ঝুড়ে
তার দাগ, কলঙ্কের মত স্থায়ী
মৃত্যুর মত সত্যি।
নাক টেনোনা। যৌনগন্ধ এখানে নেই। আমি মরচের কথা বলেছি।
বেশী আসলে এত থোরি লিখতাম। হয়ত দু' লাইন।
এসো চন্দ্রভানু
তোমার জ্যোৎস্না খাবো।




2 comments: